আওয়ার ইসলাম: আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসানো হবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মেয়র বলেন, দক্ষিণ সিটির আওতাধীন ২১টি কাঁচাবাজারে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ খুবই কষ্টসাধ্য। অনেক সময়ই আমাদের কর্মকর্তারা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করেছি।
তিনি বলেন, এবারের রমজানে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আছে। কিছু কিছু পণ্যের দাম যেমন- চিনি, সয়াবিন তেল আগের রমজানের থেকেও কম রয়েছে।
তবে স্বীকার করতে হচ্ছে, গরুর মাংসের দাম আগের সময়ের থেকে বেশি। সেজন্য গাবতলীর চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আমরা সেটিও বন্ধের জন্য সংশ্লিষ্টদের নিয়ে কাজ করব। আশা করি এটা বন্ধ হলে মাংসের দাম কমবে।
-এএ