আবদুল্লাহ তামিম: পবিত্র মাহে রমজান শুরু হয়ে গেছে বিশ্বব্যাপী। এ মাস উপলক্ষে গত সোমবার বিশ্বের মধ্যপ্রাচ্য আর মঙ্গবার পূর্ব এশিয়ার অনেকগুলো দেশ সিয়াম সাধনা শুরু করেছে। সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মুসলমান রোজা পালন করে এ মহিমান্বিত মাসে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টায় লিপ্ত থাকে।
২৯ বা ৩০ দিনের সিয়াসম সাধনায় মুসলিমগণ মহা মহিয়ান রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের জন্য ইবাদতে মশগুল হয়।
মুসলিমগণ নতুন চাঁদ দেখে রমজান শুরু করে। সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া, পান করা থেকে বিরত থাকে।
সারা বিশ্বে মুসলিমরা এ মাসটিকে ইবাদতের মাস হিসেবে গণ্য করে। গুনাহ থেকে নানান পাপাচার থেকে বিরত থাকে।
নীচে বিশ্বের কয়েকটি মুসলিম দেশে রমজানকে স্বাগত জানিয়ে বরণ করে নেয়ার ছবি দেয়া হলো।
একজন মুসলিম নতুন চাঁদ দেখার জন্য দূর্বীন নিয়ে অপেক্ষা করছে। ছবিটি তুরস্কের একটি খোলা ময়দান থেকে তোলা। আনাদোলু এজেন্সি ছবিটি প্রকাশ করেছে।
মুসলমানরা জার্মানের কলোনের কেন্দ্রীয় মসজিদে তারাবির নামাজ আদায় করতে একত্রিত হয়েছে। ছবিটি আনাদোলু এজেন্সি প্রকাশ করে কেপশনে লিখেছে জার্মানিতে প্রথম তারাবিহ শেষে মুসলিমদের প্রার্থনা।
যুদ্ধ চলছে এখানো ইয়েমেনে। যুদ্ধ বিদ্ধস্ত এ দেশটিতে কয়েকটি মানবাধিকার সংস্থা তাদের রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী দিলে এভাবেই তারা বহন করে নিয়ে যাচ্ছে। ছবিটি খালেদ আবদুল্লাহ ক্যামরায় তোলা। রয়টার্স
মালির একটি পুরাতন মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছিরো মুসলিমদের এ একটি গ্রাম। আর সে গ্রামের মানুষ বেশির ভাগই খেটে খাওয়া মানুষ। এ বছর রমজানে ইফতারের পূর্বে দল বেধে তারা কাজ থেকে ফিরছে এমন একটি দৃশ্য ধারণ করেছে এএফপি।
তুরস্কের কালো সাগরের প্রদেশ জংলদ এর একটি খনিতে কাজ করছে এ ইঞ্জিনিয়াররা। ইফতারের সময় তাদের ইফতার করার ছবি প্রকাশ করে আনাদোলু এজেন্সি।
ইরানের তেহরানের দক্ষিণে রমজান মাসের পূর্বে শাহর-ই-রায় শিয়া সেন্ট ইমাম আব্দুল আজিজের মাজার জিয়ারতে ব্যস্ত মানুষ। তারা দলবেধে রমজানের পূর্বে ওলি আওলিয়াদের মাজার জিয়ারত করে।
বসনিয়ার ইতিহাসে তারা ইসলামের পবিত্র মাস মাজানকে স্বাগত জানায় বিভিন্ন আনুষ্ঠানিকতায়। আর তারই ধারাবাহিকতায় এ রমজানকেও স্বাগত জানিয়েছে আনন্দ মিছিল ও বেলুন ইত্যাদি দিয়ে। তারা প্রতি বছরই রমজানকে এভাবে স্বগত জানিয়ে আসছে।
কসোভো রাজ্যের ফাতিহ সুলতান মাহমুদ মসজিদে প্রথম তারাবির পর প্রার্থনা করছে সেখানকার মুসলিমগণ।
একজন খেজুর বিক্রেতা পাকিস্তানের করাচির বাণিজ্যিক এলাকায় খেজুর বিক্রি করছে। ছবিটি প্রকাশ করেছে এএফপি।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে রমজান মাসে ইফতারের আগ মুুুহূর্তে সেখানকার কেন্দ্রিয় মসজিদে মসল্লিদের ঢল দেখা যায়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
-এটি