আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পারটানবার্গ শহরে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনায় এ ঘটনা ঘটে। খবর সিএনএন-এর।
পারটানবার্গ শহরের কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট কেভিন বোবো জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসংলগ্ন একটি এপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
এদিকে স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে ওই বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
টেরেল কী কারণে এ গুলির ঘটনা ঘটিয়েছে এবং হতাহতরা টেরেলের পূর্বপরিচিত কি না সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলতে পারেননি জেফ বেকার।
এ ঘটনার পর আগামী রোববার পর্যন্ত বিশ্ববিদ্যালযের চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। আর এ জন্য গত মঙ্গলবারই ছিল শেষ ক্লাস।
সূত্র: সিএনএন