সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

৫০ জন বয়স্ক মুসল্লীকে কুরআন শরীফের সবক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গীরচরস্থ চান সাদেক জামে মসজিদে প্রায় ৫০ জন বয়স্ক শিক্ষার্থীদের কুরআন শরীফ প্রদান উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৯ এপ্রিল (সোমবার) বাদ এশা অত্র মসজিদের ইমাম মুফতি আকরাম হুসাইনের মাসব্যাপী প্রচেষ্টায় তাদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেয়া হয়। আর কুরআন শরীফের উদ্বোধনী ক্লাস প্রদান করেন, শায়খুল হাদীস শেখ আজীমুদ্দীন।

সভাপতির ভাষণে মুফতি আকরাম হুসাইন কৃতজ্ঞতা ও উৎফুল্লতা প্রকাশ করে বলেন, এইতো গত ১লা এপ্রিল থেকে শুরু হলো মুসল্লীদের জন্য কুরআন শিক্ষার এই ক্লাস। আজ ২৯ এপ্রিল, মাত্র মাসখানেক সময়ের ব্যবধানে তারা এখন কুরআন শরীফ পড়তে শিখেছে।

কিছুদিন আগেও যারা কুরআন শরীফ পড়াকে অসম্ভব মনে করতো, তারা এখন কুরআন হাতে দিব্যি পড়ছে আর খতম করার স্বপ্ন নিয়ে এগুচ্ছে। দোয়া করি, আল্লাহ এসব মুসল্লী ভাইদের হিম্মত বাড়িয়ে দিন এবং প্রত্যেককে কুরআন শরীফের সাথে মুহাব্বত সৃষ্টি করে দিন। কুরআনের প্রত্যেকটি বিধি-বিধান মানার ও আমল করার তাওফিক দান করুন।

এরপর আরেক বক্তা বলেন, কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে দামী কিতাব। এটি আল্লাহ প্রেরিত বাণী সম্বলিত মূল্যবান গ্রন্থ। এর মাঝেই রয়েছে মানবতার ইহলোৗকিক-পারলৌকিক যাবতীয় সফলতা ও মুক্তির পথনির্দেশ।

আমাদের সকলকে এই কুরআন শিখতে হবে। সেই সঙ্গে সারাদেশের মসজিদগুলোতে যদি এইভাবে বয়স্ক মুসল্লীদেরকে কুরআন শিখানোর ক্লাসের ব্যবস্থা করা হয় তবে অচিরেই প্রত্যেকটি মুসলমান কুরআন তিলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ।

বিশেষ এ দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা সভাপতি মুফতি ইলিয়াছ মাদারীপুরী, সিদ্দীকুর রহমান, ‍নাঈম আরাফাত নূরী ও মাওলানা মহিউদ্দীন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ