আওয়ার ইসলাম: সংসদে বিএনপিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বানও জানান তিনি।
পাঁচ দিনের সংক্ষিপ্ত অধিবেশনে বড় চমক বিএনপির ৫ সদস্যের সংসদে যোগদান। বিএনপির সংসদ সদস্যদের যুক্ত করে পুনর্গঠন করা হয় পাঁচটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ধর্মের অপব্যবহার করে একটি গোষ্ঠী বিশ্বজুড়ে নাশকতা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সর্তক ও সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
ওয়াসার পানিতে দূষণের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে। ঢালাওভাবে অভিযোগের সুযোগ নেই।
-এএ