সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্বে ফিরলেন জয়নাল আবেদীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) মুহা. জয়নাল আবেদীনকে ফের রাষ্ট্রপ্রতির প্রেস সচিবের দায়িত্ব দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৮৪ ব্যাচের এ কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জয়নাল আবেদীনকে গ্রেড-১ বেতনে পিআইও নিয়োগ দিয়ে গত ৮ এপ্রিল আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, জয়নাল আবেদীন ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব নিয়োগ পান। তিনি তখন থেকে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৫ জুলাই তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সর্বোচ্চ গ্রেড (গ্রেড-১) দেয়া হয়।

প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব হিসেবে নিয়োগ করা হয়। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

এরপর দীর্ঘদিন পদটি খালি থাকার পর গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদফতরের মহা-পরিচালক (চলতি দায়িত্ব) মুহা. জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্বে পিআইও নিয়োগ দেয়া হয়েছিল। নতুন করে এখনও পিআইও পদে কাউকে নিয়োগ দেয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ