সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস

বিজ্ঞান-প্রযুক্তিতে সম্পর্ক উন্নয়নে সম্মত বাংলাদেশ-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইরান। শিক্ষামন্ত্রী দিপু মনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে তাতে সম্মতি দেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

আজ মঙ্গলবার রাজধানী তেহরানে সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠক করেন ডা. দিপু মনি। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, বৈঠকে দিপু মনি বলেন, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে মৌলিক বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশও বিজ্ঞান-প্রযুক্তি বিশেষ করে বায়োটেকনোলজিতে উন্নতি করেছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

ইরানের ভাইস-প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ