রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বিজ্ঞান-প্রযুক্তিতে সম্পর্ক উন্নয়নে সম্মত বাংলাদেশ-ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিজ্ঞান-গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইরান। শিক্ষামন্ত্রী দিপু মনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে তাতে সম্মতি দেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট সোরেনা সাত্তারি।

আজ মঙ্গলবার রাজধানী তেহরানে সোরেনা সাত্তারির সঙ্গে বৈঠক করেন ডা. দিপু মনি। এ সময় দুই দেশের মধ্যে সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।

ইরানি গণমাধ্যম পার্সটুডে বলছে, বৈঠকে দিপু মনি বলেন, গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অধিকারী ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ করে মৌলিক বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো সম্ভব। শিক্ষা ও বিজ্ঞানের ক্ষেত্রে সহযোগিতায় কোনো নিষেধাজ্ঞাই বাধা সৃষ্টি করতে পারবে না বলেও মন্তব্য করেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশও বিজ্ঞান-প্রযুক্তি বিশেষ করে বায়োটেকনোলজিতে উন্নতি করেছে। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

ইরানের ভাইস-প্রেসিডেন্ট বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তার দেশ। বাংলাদেশের সঙ্গেও ইরান সহযোগিতা বাড়াতে চায়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ