রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বাংলাদেশের দিকে এগুচ্ছে ‘ফনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের দিকে ধীরে ধীরে এগুচ্ছে ঘূর্ণিঝড় ‘ফনি’। গত ২৭ এপ্রিল সৃষ্ট হওয়া ঝড়টি গত তিন দিনে বাংলাদেশের দিকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার এগিয়েছে।

আবহাওয়া অধিদফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঝড়টি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৫৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। যদিও প্রথম দিন অর্থাৎ ২৭ এপ্রিল এর অবস্থান ছিল ১ হাজার ৯৩৫ কিলোমিটার দক্ষিণে।

একইভাবে ২৭ এপ্রিল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। তবে সোমবার (২৯ এপ্রিল) ঝড়টি এগিয়ে এসে ১ হাজার ৫১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।

এদিকে মোংলা সমুদ্রবন্দর থেকে ঝড়টি ১ হাজার ৯২৫ কিলোমিটার দক্ষিণে ছিল। তবে আজ ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে আছে। পায়রা সমুদ্র বন্দর থেকে ঝড়টি ১ হাজার ৮৮০ কিলোমিটার দক্ষিণে থাকলেও আজ এটি এগিয়ে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আশরাফ উদ্দিন বলেন, এখনো শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী দুই-এক দিনের মধ্যে প্রকৃত অবস্থান বোঝা যাবে। তবে একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর-পূর্ব দিকে বাক নিয়ে উপকূল বরাবর হয়ে উপকূলীয় এলাকাগুলোর দিকে ঝড়টি যেতে পারে।

ঝড়ের গতিবেগের বিষয়ে তিনি বলেন, ঝড়ের গতিবেগ এখনও এত বেশি না। ঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। এমনিতে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটারের মধ্যে আপডাউন করছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ