আওয়ার ইসলাম: ভিক্ষাবৃত্তি বিরোধী আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন এক আইনে বলেছে, কেউ ভিক্ষা করলে তাকে জেলে যেতে হবে, সেইসঙ্গে দিতে হবে জরিমানা।
আরব আমিরাতের বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে রমজানে মাসে কি করা যাবে এবং কি করা যাবে না। সেইসঙ্গে ভিক্ষাবৃত্তি বিরোধী ফেডারেল আইন সম্পর্কেও সতর্কতা জারি করা হয়েছে।
গত বছরে পাস হওয়া ভিক্ষাবৃত্তি বিরোধী এ আইন সম্পর্কে বলা হয়, কেউ ভিক্ষা করলে তাকে তিন মাসের জেল ও বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১হাজার টাকা জরিমানা দিতে হবে। দেশটির ফেডারেল ন্যাশনাল কাউন্সিল এ ঘোষণা দেয়।
দেশটি আসন্ন রমজান মাস উপলক্ষে এ আইনটি নতুন করে সংস্কার করে। জানা যায়, ভিক্ষাবৃত্তি শূন্যের কোঠায় আনতে দেশটি তা করেছে।
এছাড়া খবরে বলা হয়েছে, যারা এসব ভিক্ষুকদের দল পরিচালনা করে ও যারা এসব ভিক্ষুকদের তাদের কাছে সরবরাহ করে তাদের ছয় মাসের জেল ও বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ টাকা জরিমানা দিতে হবে।
সূত্র: খালিজ টাইমস।