আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৪ সদস্য শপথ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন।
সোমবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে তারা সেখানে পৌঁছান।
এসময় শপথ গ্রহণ প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই চার সাংসদ সাংবাদিকদের জানান, তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই সংসদে শপথ নিতে এসেছেন। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সম্মতি রয়েছে।
সোমবার সকালে থেকেই দলীয় সিদ্ধান্তে নানা জটিলতায় অপেক্ষায় ছিলেন এই ৪ বিএনপির নেতা। তবে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিচ্ছেন না।
তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন সংসদে শপথ নিতে এলেন না এমন প্রশ্নে কোনও প্রতিক্রিয়া দেননি ওই চার সাংসদ।
এদিকে গত বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে ধানের শীষের নির্বাচিত প্রার্থী জাহিদুর রহমান। গতকাল শনিবার রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দেয়া হয়।
আরএইচ/