আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ‘বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হয় বাঁচব, না হয় মরব। কিন্তু আত্মসমর্পণ করব না। আমাদের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের সঙ্গে আমরা লড়াই করব।’
গতকাল রোববার (২৮ এপ্রিল) রাজধানী আংকারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপপমেন্ট পার্টি বা একেপি’র এক সমাবেশে এরদোগান এ কথা বলেন।
তিনি আরও বলেন, যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছি তা থেকে আমরা একথা বুঝতে পারছি যে, বৃহৎ ও শক্তিশালী তুরস্ক গড়তে আমাদের ত্যাগ-স্বীকার করতে হবে। আমাদের সামনে আবারও চ্যালেঞ্জ এসেছে- হয় আমরা বাঁচব না হয় মরব। অন্য কোনো পথ নেই।
২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভ বিষয়টি তুলে ধরে বলেন, ২০১৩ সালে তুরস্কে সরকার-বিরোধী বিক্ষোভের পর থেকে তুর্কি অর্থনীতি বিদেশি শক্তিগুলোর হামলার শিকার হয়ে আসছে। তবে অর্থনীতি ও নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি করা হচ্ছে।
আরএইচ/