আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র্যাব।
আজ সোমবার সকালে র্যাবের পরিচালক মুফতি মাহমুদ খান বাড়িটি ঘিরে রাখার তথ্যে জানিয়েছেন। তিনি বলেন, বছিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। এটি একটি এক তলা টিনশেডের ভবন। চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র্যাব-২।
তিনি আরোও জানান, বাড়িটির আশপাশ থেকে যখন লোকজন সরানো হচ্ছিল, তখন ‘জঙ্গিরা’ র্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। এ সময় একটা বিস্ফোরণ হয়। এর পর ভোররাত সাড়ে চারটা—পৌনে পাঁচটার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়।
বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের খোঁজ নেয়ার জন্য বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরএইচ/