আওয়ার ইসলাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নতুন দল গঠন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
শনিবার বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মজিবুর রহমান মঞ্জু এক সময় জামায়াতের সঙ্গে ছিলেন এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন। এখন মঞ্জু যে দল গঠন করছেন, এমন অনেক দল বাংলাদেশে থাকতে পারে। কেউ দল গঠন করতে চাইলে, সে অধিকার তার আছে।
তবে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার ইস্যু বা সংস্কার নিয়ে যে বিরোধের কথা আসছে, সেই প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দলে সংস্কারপন্থী বলে কিছু নেই। কাউকে সেভাবে চিহ্নিতও করা হয় না। কোনো ইস্যুতে ভিন্নমত আসতে পারে, সে ধরনের মতামতকে আমরা সম্মান করে এগুচ্ছি।
মজিবুর রহমান মঞ্জুর দল নিয়ে আমাদের নেতাকর্মীরা সবাই সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে আত্মপ্রকাশ ঘটে নতুন এক রাজনৈতিক সংগঠনের।
সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, এটা কোনো ধর্মীয় রাজনৈতিক দল হবে না। দেশের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে এতে।
তিনি বলেন, পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে।
আর আর ১৯ দফা কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন মঞ্জু। ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জু চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও সভাপতি ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরারও সদস্য ছিলেন তিনি।
এমএম/