শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

ময়মনসিংহে হোপ গ্রুপ ও গাইডেন্স গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘জীবনের প্রয়োজনে মানবতার কল্যাণে’ এই প্রতিপাদ্য সামনে রেখে ‘হোপ গ্রুপ’ ও ‘গাইডেন্স গ্রুপ’-এর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হদ্দের ভিটা গ্রামে ফ্রি হেলথ ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ৮ টা ৩০ মিনিট থেকে মূল ক্যাম্প এর কার্যক্রম শুরু হয়ে  দুপুর ১ টা পর্যন্ত চলে।

মেডিকেল ক্যাম্পে সেবাদানের জন্য ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করেন বলে আয়োজক সূত্রে যানা যায়। এতে প্রায় ৩২০ জন রোগীকে সেবা প্রদান করা হয়েছে।

সেবার পাশাপাশি গ্রুপে দুটি নিজস্ব অর্থায়নে বিনামূল্যে ঔষধও বিতরণ করেছে। তাতে অন্যরাও আর্থিক সহযোগিতায় পাশে ছিলেন।

ফ্রি ঔষধ বিতরণের কাজে নিয়োজিত ছিলেন মুহা. সোলায়মান , গোলাম রব্বানী সিরাজুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোরশেদ সিদ্দিকী এবং তাসনিম ফেরদৌস।

হেলথ ক্যাম্প-এর প্রধান দায়িত্বশীল ডাঃ হুসাইন ফারুকী ও মুবাশ্বিরুল ইসলাম সাদী সহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায় তাদের স্বপ্নের কথা। অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সাথে দরিদ্র মানুষের মাঝে সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

মূলত ‘গাইডেন্স গ্রুপ’টি ওলামাদের সমন্বয়ে গঠিত একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান। আর ‘হোপ গ্রুপ’টি ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি সেবামূলক প্রতিষ্ঠান।

দুটি গ্রুপই সমন্বিত প্রয়াসে তাদের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করেছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ