শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের ক্বিরাত ও হামদ নাত মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে 'উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের' ক্বিরাত ও হামদ নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল (শুক্রবার) মাওলানা আব্দুল্লাহ সাকীর উপস্থাপনায় কিশোরগঞ্জ শহরের পুরানা থানাস্থ টিন পট্রিতে বিকেল ৪টায় এ অনুষ্টানের কার্যক্রম শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে।

কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের মূল পর্ব আছরের পরে শুরু হয়। মাগরিবের পূর্বেই নির্ধারিত আসন পূর্ণ হয়ে যায়। অনেককে রাস্তায় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন বলেন, এমন অনুষ্ঠানে আসতে পেরে আমার গর্ব হচ্ছে। আজ দ্বিতীয়বারের মতো আমি এমন ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আসলাম। সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি। ছোট ছোট ছেলের কন্ঠে দেশের সংগীত শুনে আমার ভেতরে আনন্দের ঢেউ খেলেতেছে।

তিনি আরও বলেন, আসলে আজকের অনুষ্ঠান মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমি মনে করি আইন দিয়ে কিছু হবে না। যদি এমন সচেতনমূলক আয়োজন আলেমরা দেশের প্রতিটি জায়গায় করেন তাহলে আমার বিশ্বাস সমাজে মাদক থাকবে না। কারন আজ যারা এখানে এসেছেন আমার বিশ্বাস তারা আর কোনদিন মাদকে আসক্ত হবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন, উম্মুল ক্বোরা তমুদ্দুন মজলিসের উপদেষ্টা আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস আল্লামা শুয়াইব আব্দুর রউফ, বিশিষ্ট লেখক গবেষক মাওলনা যুবায়ের আহমাদ, ক্বারী তোফায়েল আহমাদ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ