আওয়ার ইসলাম: আসন্ন রমজান উপলক্ষে আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ এপ্রিল ) পুরানা পল্টনস্থ ঢাকা মহানগরীর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল্লাহ মাহমুদের সভাপতিত্ত্বে ও ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী জামিল আহমদ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক।
সভায় রমজানকে কেন্দ্র করে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়-
১. ঢাকা মহানগরের অস্থায়ী মারকাজ করা হয়েছে; দারুল উলূম মহিলা মাদরাসা, মিরপুর-১, ঢাকা।
২. রমজানের পূর্বেই ঢাকাস্থ প্রশিক্ষণ কেন্দ্রগুলোর খোঁজ খবর নেয়।
৩. প্রশিক্ষণ কেন্দ্রগুলোর অনুমোদন দেয়া ও নবায়ন করা এবং নতুন কেন্দ্র দেয়া।
৪. অনুমোদনের সাথে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া।
৫. রমজানের পর শাইখুল কুররা ভানুগাছী রাহ. জীবন শীর্ষক আলোচনা সভা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশের জেদ্দা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী উবায়দুর রহমান, আঞ্জুমানের কেন্দ্রীয় পরিক্ষক পরিদর্শক ও প্রশিক্ষক মাওলানা ক্বারী হোসাইন আহমদ বাহুবলী, ঢাকা মহানগরীর উপদেষ্টা মাওলানা ক্বারী রফিকুল ইসলাম ও মুফতী আব্দুল হক আমিনী প্রমুখ।
-এএ