আওয়ার ইসলাম: শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলেসহ মোট আটটি স্থানে বোমা হামলার পর স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা জানালেন দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
গৃহযুদ্ধ চলাকালীন তামিল টাইগারদের (এলটিটিই) বিরুদ্ধে লড়তে যেসব পদক্ষেপ নেয়া হয়েছিল তা উল্লেখ করে সিরিসেনা বলেন, দেশের প্রতিটি বাড়ি তল্লাশি করা হবে। প্রত্যেকটি বাড়ির স্থায়ী বাসিন্দাদের তালিকা তৈরি করা হবে যাতে কোনো অপরিচিত ব্যক্তি সেখানে বসবাস করতে না পারে।
সিরিসেনা স্বীকার করেছেন, প্রতিরক্ষা সচিব ও দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার অবহেলার কারণে দেশকে এত বড় একটি বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে। কেননা গত ৪ এপ্রিল তাদেরকে একটি ‘বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ’ সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করেছিল।
প্রসঙ্গত, গত রোববার ইস্টার সানডের দিন বোমা হামলার ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন অন্তত ৫০০ জন।
-এএ