শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুদানে চলছে তীব্র বিক্ষোভ, ভাইরাল এই নারী আন্দোলনকারী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

সুদানে চলমান বিক্ষোভের মধ্যে বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সুদানের এক নারীর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সুদান বিক্ষোভের প্রতীক বলা হচ্ছে ওই ছবিকে। যেখানে দেখা যাচ্ছে যে একজন নারী জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে যে নারীকে দেখা যায়, তাকে আরেকটি গাড়ির ছাদেও দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ওই নারী নেচে নেচে বিপ্লবী স্লোগান দিচ্ছে। তরা সাথে অন্যরাও বলছিল, ‘থাওরা’, যার অর্থ বিপ্লব।

কেউ কেউ এই নারীকে কান্ডাকা উপাধি দিয়েছেন। প্রাচীন সুদানের রাণীদের এই উপাধি দেওয়া হতো।

প্রসঙ্গত, ৩০ বছরের শাসনকালে এবারই সবচেয়ে বড় প্রতিবাদের মুখে পড়েছেন সুদানের প্রেসিডেন্ট বশির। ইসলামপন্থীদের সমর্থিত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৮৯ সালে সুদানের ক্ষমতায় আসার পর এবারই তিনি সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন।

বশিরের বিরুদ্ধে আন্দোলনকারীদের উৎসাহিত করেছে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকার পদত্যাগ।

https://twitter.com/i/status/1115364695270207490


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ