আওয়ার ইসলাম: কাতারের সংসদ স্পিকার আহমাদ বিন আব্দুল্লাহ বিন যায়েদ আলে মাহমুদ বলেছেন, ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের এ ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ বিভিন্ন প্রস্তাবের পরিপন্থী।
কাতারের বার্তা সংস্থা কিউএনএ আজ বুধবার (৩ এপ্রিল) এ খবর দিয়েছে।
কাতারের সংসদ স্পিকার আরো বলেন, আমেরিকা ইসরায়েলের স্বার্থে এ পদক্ষেপ নিয়েছে। তবে তা সফল হবে না। গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড তা অস্বীকার করা যাবে না। ট্রাম্পের পদক্ষেপ এই বাস্তবতাকে পাল্টে দিতে পারবে না।
এর আগে কাতার সরকার এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড। আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলকে ওই ভূখণ্ড থেকে সরে যেতে হবে।
-এএ