আওয়ার ইসলাম: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ভয়াবহ এসব অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন বহু মানুষ। আহতও হয়েছেন অসংখ্য অগণিত লোক।
সম্প্রতি ভয়াবহ এ দুর্ঘটনা (অগ্নিকাণ্ড) নিয়ন্ত্রণ ও বহুতল ভবন নির্মাণে বিশেষ ব্যবস্থা গ্রহণে মন্ত্রিসভাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মুহা. শফিউল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, বহুতল ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র প্রদানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ছাড়পত্র নবায়নের ব্যবস্থা রাখতে হবে। আগুনের সময় ধোঁয়ায় মানুষ দম-বন্ধ হয়ে বেশি মারা যায় সেজন্য ধোঁয়া নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, রাজধানীতে পানির সরবরাহ বাড়াতে জলাধার, লেক, খালগুলো সংরক্ষণ করতে হবে। আগুন নেভানোর ও মানুষ উদ্ধারের আধুনিক সরঞ্জামাদির ব্যবস্থা রাখতে হবে।
আরএইচ/