রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৬ জন। আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে এখনো গোলাগুলি চলছে। তবে এ ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ (শুক্রবার) জুমার নামাজ আদায় করতে গিয়ে ক্রিকেটার তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম এ ঘটনার সম্মুখীন হয়। খবর দ্যা ইন্ডিপেন্ডেন্ট-এর।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্রাইস্টচার্চে।
গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে হাগলি পার্কের নিকটে একটি মসজিদে নামাজ পড়তে যান বাংলাদেশী ক্রিকেটাররা।
স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটের দিকে বন্দুকধারী এক ব্যক্তি অতর্কিতভাবে মসজিদে ঢুকে এলোপাথারি গুলি শুরু করলে নিহত হন ছয়জন। তবে ঘটনার আকস্মিকতা টের পেয়ে দ্রুতই হাগলি পার্ক দিয়ে মাঠে ফিরে যান তামিমরা।
ক্রিকাটার তামিম ইকবাল এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিজের টুইটার একাউন্টে লিখেন, ‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো। খুবই ভয়াবহ অভিজ্ঞতা, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
বাংলাদেশ দলের মসজিদ ত্যাগ করার ভিডিও
https://twitter.com/Isam84/status/1106362833288069120
আরএম/