আবদুল্লাহ তামিম: তুরস্কের সাকরিয়া শহরের সুগত্লু জেলায় অবস্থিত একটি মসজিদে ইসলামি ক্যালিগ্রাফি চিত্রকর্ম করাকালীন স্বামীর মৃত্যুর পর মসজিদের বাকি কাজ সম্পন্ন করেছে তার স্ত্রী।
তুরস্কের প্রসিদ্ধ পত্রিকা ইয়ানি শাফাকের বরাতে জানা যায়, মসজিদটি এলাকায় নতুন করে নির্মাণ করার পর একজন আরবি চিত্রকারকে ইসলামি ক্যালিগ্রাফি দিয়ে সাজিয়ে দেয়ার দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব দেয়ার কিছু দিন পরেই তার ইন্তিকাল হয়।
এরপর বাকি কাজ সম্পন্ন করা নিয়ে মসজিদ কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেলে সে চিত্রকারের স্ত্রীই স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করতে এগিয়ে আসেন।
সে নারীর চিত্রকর্মও ছিলো আকর্ষিত। তুর্কির প্রসিদ্ধ প্রত্রিকা ইয়ানি শাফাক ও অনাদোলু এজেন্সিতে এ খবর আসার পর আলোচনায় আসে এ নারী।
পত্রিকায় ছাপা হওয়া ছবিগুলোতে দেখা যায়, ওই নারী মসজিদের দেয়ালে ইসলামি চিত্রসহ কুরআনের আয়াত অঙ্কন করছেন।
সূত্র: ইয়ানি শাফাক, অনাদোলু এজেন্সি
-এটি