শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

ভারতে ভাইরাল সালমান নদভীর যে ভিডিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কৌশিক পানাহি: বর্তমানে বিয়েতে অতি ঝাঁকজমক ও খরচ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপমহাদেশে প্রখ্যাত দীনী বিদ্যাপীঠ ভারতের নদওয়াতুল ওলামার মুহাদ্দিস মাওলানা সৈয়দ সালমান হুসাইন নদভী। একইসঙ্গে তিনি সাধারণভাবে বিয়ে করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

ভারতের হায়দ্রাবাদে কোনও এক অনুষ্ঠানে মাওলানা সৈয়দ সালমান নদভীর দেওয়া এই বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এর পর পরই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সালমান নদভী তার বক্তব্যে বিয়েতে কোটি কোটি টাকা খরচকারীদের নিন্দামন্দ করেছেন। তিনি হায়দ্রাবাদের মানুষজনের উদ্দেশে উপদেশ দিয়েছেন, “যেখানে কোটি কোটি টাকা খরচ করে বিয়ে হবে, সে অনুষ্ঠানস্থলের পাশে কোথাও ‘অপচয়কারী শয়তানের ভাই’ লেখা ব্যানার টাঙ্গিয়ে দেবেন।’

কাজিদের প্রতি ঝাঁকজমকের বিয়ে অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘এমন বিয়ের দাওয়াত পেলে নিমন্ত্রণকারীকে বলবেন, ইসলামি মতে বিয়ে করেন, আমরা উপস্থিত হবো; না হলে কোনও পণ্ডিত ডেকে বিয়েটা করে নেন।’

ঝাঁকজমকপূর্ণ বিয়েতে মানুষকে নিরুৎসাহিত করতে আলেমদের প্রচারণায় নামা উচিত বলে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নয়তো মুসলিম সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে।’

এছাড়াও যেসব বিয়েতে খাবার নষ্ট করাসহ ইসলাম বহির্ভূত কাজ হয়, সেসব অনুষ্ঠানের তীব্র নিন্দা করেন নদভী।

আরএম/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ