শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতের বিদ্যুৎ বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ জয়পুরহাটে ১৫৫ মণ সরকারি চাল সহ আটক দুই তাপপ্রবাহ নিয়ে নতুন সংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর

'আইনি কঠোরতায় ইয়াবার মরণথাবা থেকে যুবসমাজকে বাঁচাতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি>

চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ইয়াবার মরণথাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সরকারি বেসরকারি সমন্বিত প্রয়াস প্রয়োজন।

গতকাল (২২ জানুয়ারি'১৯) মঙ্গলবার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্থানীয় কুয়েত মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।

ড. খালিদ হোসেন বলেন নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে তরুণদের বিরত রাখতে অভিভাবক ও সমাজপতিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা প্রত্যেকে সচেতন হলে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে নেশার বিস্তার সহনীয় পর্যায়ে চলে আসবে।

তিনি আরো বলেন সমাজের ক্রমবর্ধমান অপরাধের সাথে নেশার সম্পর্ক সুগভীর। দেশে ১ বছরে ৬ হাজার কোটি টাকার ইয়াবা বিক্রি হয়। এর সাথে জড়িয়ে আছে এক শক্তিশালী সিন্ডিকেট। যুবসমাজকে বাঁচাতে আমাদের স্থানীয় প্রশাসনদের সহযোগিতা করে কাজ করতে হবে। এতেই সহনীয় হয়ে উঠবে এই সমাজ।

তিনি সম্মেলনে কিশোর ও যুবসমাজকে বিশাক্ত এই বদ অভ্যাস থেকে সরে দাড়ানোর প্রতি গুরুত্বারুপ করেন।

মাহফিলে মাওলানা হাফেজ এনামুল হাসান সভাপতিত্বে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার পরিচালক মাওলানা কিফায়ত উল্লাহ শফীক সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ