ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি>
চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম নবদূত ঐক্য পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন ইয়াবার মরণথাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সরকারি বেসরকারি সমন্বিত প্রয়াস প্রয়োজন।
গতকাল (২২ জানুয়ারি'১৯) মঙ্গলবার টেকনাফ থানার পুরান পল্লান পাড়া ডিজিটাল যুব উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে স্থানীয় কুয়েত মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়।
ড. খালিদ হোসেন বলেন নেশা জাতীয় দ্রব্য সেবন থেকে তরুণদের বিরত রাখতে অভিভাবক ও সমাজপতিদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা প্রত্যেকে সচেতন হলে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা গেলে নেশার বিস্তার সহনীয় পর্যায়ে চলে আসবে।
তিনি আরো বলেন সমাজের ক্রমবর্ধমান অপরাধের সাথে নেশার সম্পর্ক সুগভীর। দেশে ১ বছরে ৬ হাজার কোটি টাকার ইয়াবা বিক্রি হয়। এর সাথে জড়িয়ে আছে এক শক্তিশালী সিন্ডিকেট। যুবসমাজকে বাঁচাতে আমাদের স্থানীয় প্রশাসনদের সহযোগিতা করে কাজ করতে হবে। এতেই সহনীয় হয়ে উঠবে এই সমাজ।
তিনি সম্মেলনে কিশোর ও যুবসমাজকে বিশাক্ত এই বদ অভ্যাস থেকে সরে দাড়ানোর প্রতি গুরুত্বারুপ করেন।
মাহফিলে মাওলানা হাফেজ এনামুল হাসান সভাপতিত্বে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার পরিচালক মাওলানা কিফায়ত উল্লাহ শফীক সহ স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
-এটি