আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশুকিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে চলছে নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার প্রতিযোগিতা।
দ্বিতীয় বারের মতো এ উদ্যোগে ইতোমধ্যেই বহু শিক্ষার্থী অংশ নিয়েছেন। আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতার চিঠি পাঠানো যাবে।
আওয়ার ইসলাম কর্তৃপক্ষ প্রতিযোগিতার পুরস্কার নির্ধারণের জন্য ৩ জন বিচারক নির্ধারণ করেছেন। যারা প্রতিযোগিতার জন্য আসা চিঠিগুলো পড়বেন এবং বাছাই করবেন পুরস্কারের জন্য।
প্রতিযোগিতার জন্য বিচারকগণ হলেন, স্বপ্নচারী লেখক, অনুবাদক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, কবি, শিল্পী ও গবেষক মুহিব খান, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর।
এ মোবারক আয়োজনের গর্বিত অংশিদার ভিজাত প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল ইসলাম, ই-কমার্স বিজনেসে আস্থা ও বিশ্বাসের প্রতীক মেগা বুকশপ রকমারি, মাদানী কুতুবখানা, মাকতাবাতুল ইসলাম ও সার্ফ ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ।
বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ঢাকায় অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
১ম পুরস্কার ১টি ল্যাপটপ। ২য় ও ৩য় পুরস্কার বাই সাইকেল। এছাড়াও কয়েক জনের জন্য থাকবে বই পুরস্কার!
প্রয়োজনে ফোনালাপ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০