মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

আলাদাভাবে ২০ আসনে নির্বাচনের প্রস্তুতি মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) নিবন্ধিত বাংলাদেশ খেলাফত মজলিস জোটগতভাবে কোনো মনোনয়ন না পেলে রিক্সা পতিকে আলাদা নির্বাচনের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবা আওয়ামী লীগ মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টিকে ৪৫টি আসন ছেড়ে দিয়েছে। এ ৪৫টি আসন সমঝোতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার রোববার সইও করেছেন।

কিন্তু এ ৪৫ আসনের কোনটাই জাতীয় পার্টির সঙ্গে জোটবদ্ধ বাংলাদেশ খেলাফত মজলিস পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দেয়ার কথা বলে জোটগতভাবে শরিকদল জাতীয় পার্টি থেকে ১৩টি আসন দাবি করেছিল।

এদিকে আওয়ামী লীগ মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টিকে ৪৫টি আসন দিলেও সেখানে খেলাফত মজলিসের জন্য কোনো আসন রাখা হয়নি। তাই দলটি ঘোষণা করেছে জোটগতভাবে মূল্যায়ন না হলে নিজস্ব প্রতীক রিকশা নিয়ে লড়বে তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আমরা ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। শেষ পর্যন্ত জোটগতভাবে মূল্যায়ন না হলে নিজস্ব প্রতীক রিকশা নিয়ে লড়ব।

জাতীয় পার্টির ৪৫ আসনের মধ্যে তাদের কোনো আসন নেই কেনো এ প্রশ্ন করলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন আওয়ার ইসলামকে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে আসলে আমাদের এ বিষয়ে কোনো কথা হয়নি এখন পর্যন্ত।

তবে আমরা জোটগতভাবে না হলেও আলাদা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা সর্ববস্থায়েই নির্বাচনে যেতে চাই।

তিনি আরো বলেন, এ পর্যন্ত আমাদের ৪০ জন পার্থী মনোনয়ন নিয়েছে। আমরা এখনো যাচাই বাছাই করছি। আগামী ৭,৮ তারিখের মধ্যেই আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাবো, পার্থীও নির্বাচন করবো।

উল্লেখ্য, গত ১১ আগস্ট সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে দ্বি-পাক্ষিক নির্বাচনী সমঝোতামূলক জোট হয়েছে। ৬টি শর্তে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাতীয় পার্টি জোটবদ্ধ।

চুক্তির শর্তগুলো হলো- ১. কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না।

২. হজরত মহাম্মদ সা. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী এটা সংবিধানে যুক্ত করা হবে।

৩. কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।

৪. ইসলাম, নবী, রাসূল ও সাহাবীদের নামে কটূক্তিকারীদের শাস্তির বিধান সম্বলিত আইন করা হবে।

৫. সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

৬. সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।

বাংলাদেশের ইসলামি দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিবন্ধিত (নিবন্ধন নং ৩৩) রাজনৈতিক দল। দলটির প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক। তিনি চারদলীয় জোটের অন্যতম রূপকার ও নেতা ছিলেন।

কিন্তু জোট সরকারের আমলে কওমি মাদরাসার সনদের স্বীকৃতিসহ নানাবিধ দাবী অপূরণ থাকায় ২০০৬ সালের নভেম্বর মাসে চারদলীয় জোট ত্যাগ করে দলটি।

১৯ প্রার্থী চূড়ান্ত করেছে খেলাফত মজলিস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ