শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিজামা সুন্নাহ ডেইটের প্রথম দিন ২৬ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুন্নাহ ডেইট উপলক্ষে আশ শিফা পেইন রিহ্যাবিলিটেশন সেন্টারে ২০-৩০% ছাড়ে হিজামা চিকিৎসা চলছে । সুন্নাহ ডেইটের শেষ পর্যন্ত  এ সুযোগ চলবে।

হাদীস শরীফে আরবী মাসের ১৭-১৯-২১ তারিখে হিজামা লাগানোর ব্যপারে বিশেষ গুরত্ব দেয়া হয়েছে। এজন্য কেউ সুন্নাত হিসেবে হিজামা নিতে চাইলে এই তারিখগুলোতে হিজামা নিতে পারে।

আর কোন রোগের জন্য হিজামা নিলে যে কোন তারিখে নেয়া যায়। হাদীসে আছে, তোমরা এই তারিখগুলোতে হিজামা নাও। কারণ এতে শেফা রয়েছে। অন্য হাদীসে আছে, তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা নাও তন্মধ্য হিজামা সর্বোত্তম চিকিৎসা।

মাথা ব্যথা ঘাড়ে ব্যথা ও কোমর ব্যথার জন্য হিজামা অনেক উপকারী চিকিৎসা।

হিজামা এমন একটি চিকিৎসা যেটা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,বড় বড় রোগ (যেমন হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ষ্ট্রোক) থেকে নিরাপদ রাখে।

হিজামা দ্বারা শরীর থেকে ক্ষতিকর উপাদান বের হয়ে যায়। হিজামাই শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করার একমাত্র ন্যচারাল পদ্ধতি। বিভিন্ন ব্যথা, উচ্চরক্তচাপ, কোলেস্টরেল ইত্যাদির জন্য হিজামা খুবই উপকারী চিকিৎসা।

সুতরাং হিজামা নিন সুস্থ থাকুন। আমরাই প্রথম বাংলাদেশে আধুনিক চিকিৎসার সমন্বয়ে হিজামা চালু করেছি।

হিজামা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- [হিজামা]

আশ শিফা পেইন রিহ্যাবিলিটেশন সেন্টার, ইউনিয়ন মাহবুবা গার্ডেন, লিফটের 3, এপেক্স শোরুমের উপরে, ৮৬ মালিবাগ, ঢাকা।

বিশেষ দ্রষ্টব্য- সুন্নাহ ডেইটগুলিতে মহিলা ডাক্তার দ্বারা মহিলাদের হিজামার ব্যবস্থা রয়েছে। যোগাযোগ :০১৮৫৮১৪১৮৪৬

লোকেশন : https://goo.gl/maps/gNg7MRVWm8s


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ