শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

জুতো দিয়ে ভোট চাইছেন প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক মনে হন্তদন্ত হয়ে ছুটছেন তিনি। একহাতে নির্বাচনি ইশতেহার, অন্য হাতে জুতো। সামনে যাকেই পাচ্ছেন ইশতেহার দেখিয়ে ভোট চাইছেন। একইসঙ্গে ভোটারের হাতে জুতো তুলে দিয়ে বলছেন, জয়ের পরে কথা না রাখলে জুতোপিটা করতে।

এই প্রার্থীর নাম আকুলা হনুমন্ত। তেলেঙ্গানা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তিনি। প্রচারণায় অভিনব পদ্ধতিতে ভোট চাওয়ার সূত্রে তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন।

টুইটারে ভাইরাল এক ভিডিও-তে দেখা যায়, আকুলা হনুমন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, জুতো হাতে। ভোটারের দরজায় গিয়ে তিনি একটা জুতোর প্যাকেট তুলে দিচ্ছেন। আর দিচ্ছেন ইশতেহার। সেই ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছেন, তা রাখতে না পারলে তাকে জুতোপেটা করার কথা জানাচ্ছেন।

ভোটবাক্সে উতরে গেলে কে আর মনে রাখে ভোটারদের। এটাই বাস্তবতা এখন। সেই ধারণায় পরিবর্তন আনার বার্তাও দিচ্ছেন তিনি।

আকুলা হনুমন্ত বলছেন, ভোটে জিতলে তিনি সব প্রতিশ্রুতি রক্ষা করে দেখাবেন। আর প্রতিশ্রুতি না রাখলে মানুষের হাতে জুতোপেটা খাবেন।

আকুলা হনুমন্ত বলেন, ‘যারা ভোট দেন, তারা ভগবান। প্রতিশ্রুতি না রাখতে পারলে জুতোপেটা করার সম্পূর্ণ অধিকার তাদের আছে। কাজ না করলে জনতার ক্ষোভ মেনে নিতেই হবে প্রার্থীদের।’

তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির বিদ্যাসাগর রাও আকুলার প্রতিদ্বন্দ্বী। জাগতিয়াল জেলার করুটলা কেন্দ্র থেকে লড়ছেন তিনি। তিনি এবার যেভাবে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, তাতে চিন্তার ভাঁজ পড়েছে বিপক্ষের কপালে।

চলতি বছরের সেপ্টেম্বরে তেলেঙ্গানা বিধানসভা ভেঙে দেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। ওই সময় তিনি সুপারিশ করেন, বছর শেষে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও মিজোরামের সঙ্গে তেলেঙ্গানা বিধানসভার ভোট করা হোক। চন্দ্রশেখর রাওয়ের সুপারিশ রাজ্যপাল গ্রহণ করেন।

এরপর অক্টোবরের শুরু থেকে নামিদামি প্রার্থীরা ভোটের মাঠে নামতে শুরু করেন।

সূত্র– দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস ও ওয়ান ইন্ডিয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ