কৌশিক পানাহী: হঠাৎ করেইঅগ্নিকাণ্ডের সতর্কসংকেত পেলেন প্রতিবেশীরা। কল দিলেন জরুরি নম্বরে। সঙ্গে সঙ্গে পড়ি কি মরি করে ঘটনাস্থলে ছুটে এলেন দমকলকর্মীরাও।
কিন্তু পৌঁছানোর পরে তাদের চক্ষু চড়কগাছ। আগুন নেই কোথাও, অগ্নিকাণ্ডের সতর্কসংকেতও বাজছে না, তবু কানে আসছে অগ্নিকাণ্ডের সতর্কসংকেতের শব্দ। আর সে শব্দের উৎস হলো– একটি টিয়াপাখি!
গত বুধবার স্থানীয় সময় বিকালে এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের নর্দাম্পটনশায়ারের ডাভেনট্রির একটি বাড়িতে।
নর্দাম্পটনশায়ারের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, এ ঘটনায় দমকলকর্মীরা রাগ করবেন কী, টিয়ার কাণ্ড দেখে হেসে খুন। এবার দমকলকর্মীদের হাসির শব্দ শুনে সেটাও নকল করতে শুরু করল পাখিটি!
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের ওয়াচ কমান্ডার জানান, ডাভেনট্রির একটি বাড়িতে একটি বাড়ি থেকে বেশ কয়েকবার ফায়ার অ্যালার্ম বাজার শব্দ পান প্রতিবেশীরা।
খবর পেয়ে বড় বিপদের আশঙ্কায় তৎক্ষণাৎ সেখানে পৌঁছে তারা দেখেন, অবিকল ফায়ার অ্যালার্মের শব্দ নকল করে যাচ্ছে গৃহকর্তার পোষা আফ্রিকান গ্রে টিয়াপাখি, জ্যাজ।
গৃহকর্তা স্টিভ ডকার্টি বলেন, ‘আমার পোষ্য জ্যাজ যে কোনও শব্দ নকল করতে পছন্দ করে।
এর আগেও বিভিন্ন শব্দ বহু বার সে নকল করেছিল। কিন্তু এবারের ঘটনায় দমকলকর্মীরা বিপদে পড়ে যান।’ দমকলকর্মীদের কাছে জ্যাজের আচরণে ক্ষমাও চেয়ে নিয়েছেন স্টিভ। যদিও এ ব্যাপারে বেশ মজাই পেয়েছেন দমকলকর্মীরা।
সূত্র: খালিজ টাইম