সুলাইমান সাদী: বেশিদিন হয়নি ভারচুয়াল বা ক্রিপ্টোকারেন্সি বিট কয়েনকে মুনাফা অর্জনের সর্বোত্তম পথ বলে বিবেচিত করা হতো। বিট কয়েনের সে জৌলুস ফুরিয়ে এসেছে এরই মধ্যে।
গত সপ্তাহে একটি বিট কয়েনের মূল্য ৫ হাজার ডলারেরও নিচে নেমে এসেছে। ২০১৭ সালের অক্টোবরের পর এবারই প্রথম বিট কয়েনের মূল্য এতো বেশি কমে এসেছে।
বিট কয়েনের মূল্য কমে আসার পর সারা বিশ্বে বিদ্যমান সমগ্র বিট কয়েনের বর্তমান মূল্য ৮৭ বিলিয়ন ডলারেরও কম।
গত ১৫ নভেম্বর বিট কয়েনের শাখা ‘বিট কয়েন ক্যাশ’ দুটি পৃথক ক্রিাপ্টোকারেন্সিতে বন্টন হয়ে গেছে। এখন এ দুই কারেন্সিই প্রায় সমমূল্যে চলে এসেছে।
বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশেষজ্ঞরা বিট কয়েন ক্যাশ-এর বন্টনের কারণে বিট কয়েনের এ মূল্যহ্রাস হয়েছে বলে অভিযোগ করেছেন।
বিটকয়েন: পরিচিতি ও শরঈ পর্যালোচনা