শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা

অসংক্রামক রোগ ২১ বছর পর ৮০ শতাংশ মানুষের মৃত্যুর কারণ হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: ২০১৬ সালে বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা গেছেন তার ৭০ শতাংশের মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে। ২০৪০ সাল নাগাদ ৮০ শতাংশ মৃত্যুর কারণ হবে এই ধরণের রোগ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওই ইনস্টিটিউট জানিয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে ২৫০টি রোগ ও বিভিন্ন ধরনের জখমে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪৭ হাজার ৮৯০ জনের, যা ২০৪০ সালে বেড়ে হবে ১১ লাখ ২৩ হাজার ৪৫০ জন। অর্থ্যাৎ মৃত্যু বাড়বে ৩২ শতাংশ।

একইসঙ্গে বিশ্বজুড়ে রোগের ধরনে পরিবর্তন দেখা দিচ্ছে জানিয়ে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যু কমে আসছে। তবে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের প্রকোপ বাড়বে, সেই সঙ্গে বাড়বে এসব রোগে মৃত্যুর সংখ্যাও।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের গবেষকরা ৩৮ ধরনের ক্যন্সারের কথাও জানিয়েছেন।

গবেষণা অনুযায়ী, এই ৩৮ ধরনের ক্যান্সারে বাংলাদেশে ২০১৬ সালে মোট ৮৯ হাজার ১০ জনের মৃত্যু হয়েছে, যা ২০৪০ সালে গিয়ে হবে এক লাখ ৬৮ হাজার ৮৪০ জনে। অর্থ্যাৎ ক্যান্সারে মৃত্যু বাড়বে ৯০ শতাংশ।

গতমাসে বৈশ্বিক ক্যান্সার পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ হয়েছে জানিয়ে ইন্সটিটিউট জানায়, বছরে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। এছাড়া প্রতিবছর নতুন করে দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এ ছাড়াও, হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ