মুজাহিদুল ইসলাম: সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, গত সাত বছরে ২৫৯ জন সেলফি তোলার সময় মারা গেছেন। যাদের অধিকাংশই ২২ হতে ২৩ বছর বয়সী এবং হতাহতদের ৭২% পুরুষ।
ভারতের একটি মেডিকেল সাইন্স ইনস্টিটিউট ২০১১ সালের অক্টেবর হতে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত সকল তথ্য রেকর্ড করেছে। এক্ষেত্রে ইনস্টিটিউট আন্তর্জাতিক পত্রপত্রিকার ওপর নির্ভর করেছে।
খবরে আরো বলা হয়, উল্লিখিত সংখ্যা বাস্তবতার চেয়ে অনেক কম। কারণ, সরকারি বিবৃতিতে কখনো মৃত্যুর কারণ হিসেবে সেলফির কথা উল্লেখ করা হয় না।
ফ্রান্সের টেন মিনিট ওয়েবসাইট মতে সেলফির কারণে সবচে বেশি হতাহতের সংখ্যা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র তারপর পাকিস্তান।
গবেষণা সেলফি তোলার জন্য ঢাল, সমুদ্রের বিপদজনক এলাক, উঁচু ভবন, রেল লাইনসহ বেশ কিছু জায়গাতে সেলফি তোলা নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।
গবেষণায় আরো বলা হয়, সেলফি সতন্ত্রভাবে কোন ভয়ানক কিছু নয়, কিন্তু মানবীয় আচরণই মানুষকে এমন বিপদজ্বনক চর্চাতে পৌঁছে দিয়েছে।
সূত্র: আলজাজিরা
‘আমরা ক্ষমতায় গেলে কেবল মানুষ নয়, পশু পাখি সবাই অধিকার পাবে’