রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ইসলামি শরিয়ত পরিপন্থী হওয়ায় বেশ কয়েকটি ভাসমান স্ট্যাচু ভেঙ্গে দিয়েছে মালদ্বীপের সরকার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ান পত্রিকা এ খবর দিয়েছে।
মালদ্বীপের আদালতের বরাত দিয়ে দ্যা গার্ডিয়ান জানিয়েছে, মূর্তি ভেঙ্গে না দেয়া ইসলামি ঐক্য, শান্তি এবং রাষ্ট্রের স্বার্থের জন্য হুমকি। ইসলামী শরিয়ার নির্দেশনা বাস্তবায়নের জন্য সেগুলো দূর করা জরুরী।
https://twitter.com/twitter/statuses/1043131611196227584
প্রসঙ্গত, গত জুলাইয়ে অর্ধডুবন্ত স্ট্যাচুগুলো উন্মোচিত হয়। ব্রিটিশ শিল্পী ও ডুবুরি জসন ডো কেরস টাইলর সেগুলো তৈরী করেন।স্ট্যাচুগুলোর কিছু মানুষের আকৃতি, কিছু উদ্ভিদ এবং কিছু সামুদ্রিক প্রাণীর।
এদিকে নির্মাতা টাইলর স্ট্যাচুগুলো ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন,, এই সংবাদ শুনে তিনি ব্যথিত হয়েছি। পরিবেশ এবং মানুষের সাথে সেতুবন্ধন ছিল স্ট্যাচুগুলো।
সূত্র: দ্যা গার্ডিয়ান।
নড়াইল-১ আসনে মুফতি রুহুল আমীনের ব্যাপক গণসংযোগ
আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক
আরএম/