আওয়ার ইসলাম: বছরে দুইবার বায়তুল্লাহকে ধৌত করা হয়। রমজানের প্রথম মাসে ও নতুন হিজরি নববর্ষের শুরুতে। ১৪৪০ হিজরি বছরের প্রথম বারের মতো গোসলের করা হলো আজ।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫ মহররম ১৪৪০ হিজরি (মঙ্গলবার) সকাল পৌনে ৯টায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এ সময় পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল কাবা শরিফ পচ্ছিন্নতার কাজে নেতৃত্ব দেন।
বায়তুল্লাহর প্রধান ইমাম আব্দুল রহমান আস-সুদাইস, সিনিয়র সামরিক বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, দর্শক, বিদেশি কূটনৈতিক প্রতিনিধি ও বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।
পবিত্র কাবা শরিফের ভেতর থেকে জমজম কূপের পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ধৌত করা হয়েছে। পরে কাপড় দিয়ে মুছে দেয়া হয়। শুধুমাত্র কাবা ঘরের ভেতরে দুই ঘন্টা সময় নিয়ে ৪৫ লিটার সুগদ্ধি ও জমজম পানি ব্যবহার করা হয়।
অতঃপর পবিত্র মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল ও দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম এবং খতিব আব্দুল রহমান আস-সুদাইসসহ নিরাপত্তা বাহিনী ও হজ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন এবং মাকামে ইবরাহিমে নামাজ আদায় করেন।
অষ্টম হিজরির শেষে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে কাবা শরিফে প্রবেশ করেন। তখন ছিলো রমজানের ১৮। এর পরের মাসেই হিজরি নববর্ষে রাসুলুল্লাহ সা. বায়তুল্লাহ থেকে ৩৬০টি মূর্তি ভেঙ্গে ফেলেন।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
এরপর বায়তুল্লাহকে আল্লাহর রাসুলের উপস্থিতিতে গোসল দেয়া হয়। গোসল দিয়ে রাসুল সা. দু রাকাত নামাজ আদায় করেন বায়তুল্লাহয়। এরপর ধেকে বছরে দু’বার বায়তুল্লাহকে গোসল দেয়া হয়।
সূত্র: ডেইলি পাকিস্তান/আরএম-