আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৭ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিটেন্স আহরণের জন্য বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপির নিকট থেকে ২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরষ্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইংপ্রধান হাসনে আলম সহ বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী ও প্রবাসীগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন