রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
ইমাম ও মুয়াজ্জিনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে জাতীয় সংসদে ১ জুলাই, ২০০১ সালে এ্যাক্ট পাসের মাধ্যমে ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠিত হয়। ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণার্থে সরকার একটি ট্রাস্ট ফান্ড গঠন করেছে। ট্রাস্ট ফান্ডের লভ্যাংশ থেকে এ যাবত সুদমুক্ত ঋণ হিসেবে ২১৭০ জনকে ৩৫,১৭,৫০০/- টাকা বিতরণকরা হয়েছে।
সেবার সংক্ষিপ্ত বিবরণ: ইমাম-মুয়াজ্জিনদের আর্থীকভাবে সহায়তা করার জন্য ‘ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট’ থেকে ঋণ বা আর্থিক সহায়তা প্রদান করা হয়। কোন ইমাম-মুয়াজ্জিনদের জরুরী অর্থের প্রয়োজন হলে তারা এই কল্যান ট্রাষ্ট থেকে আবেদন করতে পারবেন।
সেবার সুবিধা: ইমাম-মুয়াজ্জিনদের আর্থীকভাবে সহায়তা করা
প্রক্রিয়া: কোন ইমাম-মুয়াজ্জিনের জরুরী অর্থের প্রয়োজন হলে তিনি জেলা কার্যালয় বরাবর আবেদন করবেন। বাছাইকৃত আবেদনপত্রগুলো প্রধান কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর গ্রাহকদেরকে ঋণ প্রদান করা হয়। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা গ্রহণে ব্যর্থ হয় তবে তাকে পুনরায় পত্র দেওয়া হয় এবং ঋণ বিতরণ শেষ করা হয়।
যোগ্যতা-
১. ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য
২. মসজিদের ইমাম-মুয়াজ্জিন হতে হবে
৩. সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান থেকে ইমামতির স্বপক্ষে প্রমাণপত্র
৪. নাগরিকত্ব সনদপত্র
প্রয়োজনীয় কাগজপত্র-
১. মসজিদ কমিটির সভাপতির প্রত্যয়নপত্র
২. সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান থেকে ইমামতির স্বপক্ষে প্রমাণপত্র
৩. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
৪. ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে প্রশিক্ষণের সনদপত্র
৫. ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের জন্য হালনাগাদ সদস্য ফি পরিশোধের রসিদ
৬. সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
সেবা প্রাপ্তির সময়: ২৫ দিন। আবেদনের সময়: সারা বছর। প্রয়োজনীয় খরচ: বিনামূল্যে
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: ডিডি, এডি, হিসাবরক্ষক অফিস সহকারী। যোগাযোগ: জেলা কার্যালয়
সেবা না পেলে কার কাছে যাবেন: পরিচালক, ইসলামিক মিশন।
ফরম পেতে ও প্রয়োজনীয় তথ্য জানতে ভিজিট করুন : http://www.islamicfoundation.gov.bd
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
আরএম/