আওয়ার ইসলাম: বিশ্বের সব মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ত্যাগের আহ্বান নিয়ে বুধবার উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে পেজে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা ঈদ উদযাপন করছেন, তাদেরকে আমার পরিবার ও স্ত্রী সোফির তরফে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় প্রথম সবাইকে আসসালামু আলাইকুম বলে সালাম দেন তিনি।
এর পর বলেন, আজ কানাডাসহ সারা বিশ্বের মুসলমানরা ঈদুল আজহা উদযাপন ও হজ্জ পালন শেষ করছেন। ত্যাগের শিক্ষার প্রতিফলন ও অভাবীদের প্রতি সমবেদনা প্রদর্শনের সময় হচ্ছে ঈদুল আজহা।
তিনি বলেন, প্রার্থনা ও খাবার ভাগাভাগি করতে এদিন সবাই একসঙ্গে মিলিত হবেন এবং জীবনের মঙ্গলের জন্য শুকরিয়া জ্ঞাপন করবেন।
কানাডার এই উদারপন্থী প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের কল্যাণের জন্য কানাডার মুসলমানরা যা কিছু করেন, তার স্বীকৃতির একটা বড় সুযোগ হচ্ছে এই ঈদুল আজহা। তারা যে স্বতন্ত্র উৎসব পালন করছেন, সেটাই বলে দিচ্ছে যে আমরা কারা।
আরএম/