শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন: বেঁচে ফেরার আশা করেনি সানিয়া মুসলিম কমিউনিটি কমলগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: অর্থের অভাবে অনেক আহতের হচ্ছে না চিকিৎসা কোটি টাকার সহায়তা নিয়ে ফিলিস্তিনিদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘কুরআন সবক অনুষ্ঠান’র উদ্বোধন

কুরবানির পশুর যত্ন নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গরু, ছাগল, উট, দুম্বা দিয়ে ঈদুল আজহায় কুরবানি করা যায়। কিন্তু যে পশু দিয়ে কুরবানি দেন কেন কোরবানির আগের দিনগুলোতে পশুটির যত্ন নিতে হবে। গরু কিংবা ছাগলটিকে পরিষ্কার স্থানে রাখা, সম্ভব হলে গোসল করানো, বেশি করে পানি খাওয়ানো ইত্যাদি।

পশু চিকিৎসকদের মতে, পশু কেনার পর হাট থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত পশুর যত্ন নিতে হবে।

যেভাবে যত্ন নিতে হবে
১. কুরবানির হাট থেকে পশু কিনে দৌড়ে বাড়িতে নেওয়া উচিত নয়। কারণ ওইসব পশুর দৌড়ানোর অভ্যাস নাও থাকতে পারে। এতে গরু বা ছাগলটি ক্লান্ত হয়ে যেতে পারে। হাট থেকে বাড়ির কাছে হলে হেঁটে নেওয়া যেতে পারে।

২. হাট থেকে বাড়ি দূরে হলে পিকআপ ভ্যানে করে পশু নেওয়া যেতে পারে।

৩. পশুর শরীরে কোনো প্রকার ময়লা থাকলে বাড়িতে নিয়ে তা ধুয়ে ফেলতে হবে।

৪. স্যাতস্যাতে জায়গায় না রেখে পরিষ্কার স্থানে রাখতে হবে।

৫. জোর করে বেশি খাওয়ার না দেওয়া। পশুর সামনে স্বাভাবিক খাবার দিতে হবে।

৬. আবহাওয়া গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে।

৭. তবে কোরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া উচিত নয়।

আরও পড়ুন: সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ