শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

যুক্তরাষ্ট্রে বিমান চুরির আধাঘন্টা পর সাগরে বিধ্বস্ত (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাতে আলাস্কা এয়ারলাইন্সের একটি খালি প্লেন ছিনতাই করে উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর সেটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, বিমানসংস্থার একজন ‘আত্মঘাতী’ মেকানিক ওই বিমানটি নিয়ে উড্ডয়ন করে। খবর এনবিসি নিউ ইয়র্কের।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বিমান এয়ারলাইন্সের এক কর্মচারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একটি যাত্রীবাহী বিমান উড়িয়ে পালিয়ে যান। তবে সে সময় বিমানটিতে আর কোন আরোহী ছিলেন না।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি চুরি করে পালিয়ে যাওয়ার পর এটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানটি যে চুরি করেছে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াশিংটনের দক্ষিণপূর্বে টাকোমায় কেটরন দ্বীপের কাছে ওই বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে সেটিকে সেনাবাহিনীর বিমান তাড়া করে। তবে ওই বিমানটিতে কোনও যাত্রী ছিল না।

পিয়ার্স কাউন্টির শেরিফ বিভাগের মুখপাত্র এড ট্রয়ার বলেছেন, ওই ব্যক্তি আত্মঘাতী ছিলেন এবং এর সঙ্গে কোনও সন্ত্রাসী যোগসাজশ নেই।

হরিজোনোর অংশীদার আলাস্কা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, হরিজোন এয়ার কিউ৪০০য়ের একটি বিমান চুরি হয়েছে। এ ধরনের বিমানে আকৃতির ওপর ভিত্তি করে সাধারণত ৭৮টির মতো আসন থাকে।

পরিবহন নিরাপত্তা প্রশাসন, হোমল্যান্ড সিকিউরিটি এবং কেন্দ্রীয় বিমান প্রশাসন এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে।

ভিডিও...

যারা কুরবানি করবেন, তাদের জন্য বিশেষ আমল

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

অারএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ