আওয়ার ইসলাম: রাজধানীর কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন যখন তুঙ্গে তখন কুমিল্লায় স্কুল থেকে বাড়ি ফেরা তিন শিক্ষার্থীর গায়ে তুলে দেয়া হলো বালুর ট্রাক।
এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তার নামের দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। আহত হয় একই শ্রেণির আরও দুই শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোমতা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী মুরাদনগর উপজেলার জয়নাল আবেদীনের মেয়ে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চান্দিনার গোমতা ইসাকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আকলিমাসহ অন্যান্য সহপাঠী স্কুলে ক্লাস শেষে মহাসড়কের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় আকলিমা ও তার সহপাঠীদের ওপর একটি বালুবাহী ট্রাক তুলে দেয় চালক। এতে তিন স্কুলছাত্রী ট্রাকের নিচে চাপা পড়ে।
আন্দোলনের মধ্যেই আরেক বাস উঠে গেল রিকশার উপর
মতিঝিল-মিরপুরে শিক্ষার্থীদের অবরোধে স্থবির অনেক এলাকা
-আরআর