আওয়ার ইসলাম: তরুণ ওয়ায়েজীনদের সম্মেলিত প্লাটফর্ম ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের জাতীয় কাউন্সিল সম্প্রতি ঢাকার ফটো জার্নালিস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলমী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা এ.টি.এম হেমায়েত উদ্দীন।
বক্তব্য রাখেন মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, তালিমুদ্দীন ফাউন্ডেশনের পরিচালক- মুফতী লুৎফর রহমান ফরায়েজী, ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী প্রমুখ।
কাউন্সিল শেষে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এতে মুফতী ওমর ফারুক যুক্তিবাদীকে সভাপতি ও মাও. ইউসুফ বিন এনামকে মহাসচিব করে ঘোষিত কমিটিতে নির্বাহী সভাপতি করা হয়েছে মাও. ইসমাইল হোসাইন সিরাজীকে।
সিনিয়র সহ-সভাপতি মাও. এম. আনোয়ারুল ইসলাম জিহাদী, সহ-সভাপতি মুফতি ওসমান গণি, মুফতী ইয়াসিন আহমদ ফারুকী, মুফতী আ. আলীম ফরিদী, মুফতী খালিদ সাইফুল্লাহ নোমানী, মাও. শফিকুল ইসলাম সাদী ও মাও. সুলতান মাহমুদ।
যুগ্ম মহাসচিব মাও. ফরহাদ হোসাইন আশরাফী, মুফতি সুলাইমান ও মুফতী ফরিদুজ্জামান মুখতারী, সাংগঠনিক সম্পাদক মুফতী ইজহারুল হক আরেফী, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল বাছির গফুরী, কোষাধ্যক্ষ মুফতী জাহিদ হাসান।
প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম নাজিরী, সহ-প্রচার সম্পাদক মুফতী তরিকুল ইসলাম ইউসুফী, দপ্তর সম্পাদক মুফতী আজিজুল হক ইয়াকুবী, সাহিত্য সম্পাদক মুফতী আবু তাহের সিদ্দিকী, সমাজকল্যাণ সম্পাদক মাও. আব্দুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক মুফ্তী এনামুল হক আশ্রাফী, মিডিয়া সম্পাদক মাও. শুয়াইব আহমদ আল-বরুনী, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাও. আজির উদ্দীনসহ ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে জাতীয় নেতৃবৃন্দ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মানুষ ঈমান ও আমল নিয়ে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমতাবস্থায় ইসলামের পুর্ণাঙ্গ দাওয়াত মানুষের মাঝে তুলে ধরে সমাজের কুসংস্কার রুখে দিতে হবে।
ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলামের আইন সর্বোকৃষ্ট আইন, ইসলামের অর্থ ব্যবস্থা সর্বোকৃষ্ট অর্থব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সর্বোকৃষ্ট ব্যবস্থা। বয়ানের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে হবে। এভাবেই মানুষ একদিন ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে। ইত্তেফাকুল ওয়ায়েজীন এ কাজটুকু করতে পারবে বলে আমাদের বিশ্বাস।
ঈমানকে সুন্দর রাখতে মুমিনের যা করা উচিৎ
-আরআর