আওয়ার ইসলাম: কোটা নিয়ে আন্দোলন হলেও, সরকারি চাকরিতে ৭৫ ভাগ নিয়োগ মেধার ভিত্তিতেই হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে জোর দেয়া হয়েছে। এ জন্য ১ জুলাই থেকে অর্থ ছাড় দেয়া হচ্ছে। এখন উন্নয়ন কর্মসূচির দ্রুত বাস্তবায়ন হবে। বাজেট বাস্তবায়নের হার বাড়ছে।
এখন সব মন্ত্রণালয়গুলো আগের চেয়ে বেশি সমন্বিত। সমন্বয় আরও বাড়লে উন্নয়ন বরাদ্দের ব্যয় আরও বেড়ে যাবে।