মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মাদক ব্যবসায়ী হিসেবে দাবি করা হচ্ছে।

শনিবার (৭ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে শহরের পবহাটি এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহ শহরের বাঘা যতিন সড়কের রহিম বক্সের ছেলে সাজ্জাদুর রহমান (৪২) ও উদয়পুর এলাকার সিরাজ উদ্দীন লস্করের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)। ঘটনার সময় দুই র‌্যাব সদস্য আহত হন বলে জানানো হয়েছে।

র‌্যাব-৬ ঝিনাইদহ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ বলেছেন, র‌্যাবের একটি টহল দল রাতে শহরের পবহাটি এলাকায় একটি বাড়িতে মাদক ব্যবসায়ীদের অবস্থান করার খবর পায়।

এই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেলযোগে পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা জবাব দেয়।

প্রায় আধঘণ্টা বন্দুকযুদ্ধ চলার পর ঘটনাস্থল থেকে সাজ্জাদুর রহমান ও আব্দুর রাজ্জাককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধকালে গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

পরে ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানান এএসপি মোর্শেদ।

আরও পড়ুন : মাদকবিরোধী অভিযানে মানিকগঞ্জে গ্রেফতার ১২


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ