আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত পলমল নামে একটি গার্মেন্টস কারখানা থেকে জ্বীন তাড়াতে পাঁচটি গরু জবাই করে শ্রমিকদের খাওয়ালেন মালিকপক্ষ।
গত দুদিনে ওই কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে সাত নারী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। মালিকপক্ষ বুধবার বাদ মাগরিব কারখানার ভেতরে গরুগুলো জবাই করে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, গত দুই দিনে হঠাৎ সাতজন নারী শ্রমিক কর্মরত অবস্থায় কারখানায় অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কারো মুখ থেকে লালা পড়তে দেখা যায়। আবার কেউ জ্ঞান হারিয়ে কারখানার ফ্লোরে পড়ে ছিলেন।
এছাড়া কাউকে আবার হাত-পা শক্ত করে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করতে গেলে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকেন। অসুস্থদের মধ্যে কেউ কেউ বলেন, পাঁচটি গরু দে, আর নয়তো বড় ধরনের ক্ষতি হবে।
কারখানার জেনারেল ম্যানেজার আরিফ হোসেন জানান, আমাদের কারখানায় ১১শ’ শ্রমিক আছেন। হঠাৎ শ্রমিকদের মধ্যে সাতজন নারী শ্রমিক কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এতে অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় দুদিন কারখানা ছুটি দেয়া হয়।
পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কারখানার ভেতরে পাঁচটি গরু জবাই মিলাদ ও দোয়া মাহফিল দিয়ে শ্রমিকদের কারখানার ভেতরে বসিয়ে গরুর মাংস ও খিচুরী রান্না করে খাওয়ানো হয়। এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে।
আরও পড়ুন : আমল ধ্বংসকারী ৮ জিনিস থেকে জিহ্বাকে বাঁচান