আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মহনাগর সেক্রেটারী হাফিজ মাওলানা ফখরুল আলমের পরিচালনায় ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নির্বাহী কমিটির এক মতবিনিময় সভা আজ বাদ জোহর অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে ঈমান ও দেশ বাঁচাতে ২০ দলীয় জোটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় বৃহত্তর স্বার্থ রক্ষার জন্য ব্যক্তি ও নিজ দলের বিষয়টি ছাড় দেয়ার মানসিকতা নিয়ে জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
২০ দলীয় জোটের শরীক দলগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী দল সমূহ কারো ক্ষমতায় বসার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে না। শুধু ক্ষমতার মসনদের বসার জন্য ইসলামী দলগুলোকে সাথে রাখালে চলবে না। জাতীয় নির্বাচনে আনুপাতিক হারে আসন বন্টন নিশ্চিত করতে হবে। তবেই জোটের ঐক্য আরো সুদৃঢ় হবে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা জুনায়েদ আহমদ, মুফতী আনওয়ারুল হক, মাওলানা তামিম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, কারী শাব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দাওরায়ে হাদিসের ফলাফল আগামীকাল, যেভাবে জানবেন
-আরআর