সুলাইমান সাদী : সিরিয়া সরকারের আক্রমণের মুখে জর্ডান ও ইসরায়েলের সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর দারায় ঠায় নেয়া শরণার্থীদের সংখ্যা বেড়ে দুই লাখে ঠেকেছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) এ তথ্য জানিয়েছে।
এসএনএইচআর এক প্রতিবেদনে দেখিয়েছে, রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকারের হামলায় গত ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে ২১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬৫ জন শিশু ও ৪৩ জন নারীও আছেন।
সিরিয়া সরকারের প্রবল আক্রমণের মুখে হাজার হাজার সাধারণ মানুষ জর্ডান-ইসরায়েলের নিকটবর্তী সীমান্তের দিকে ছুটে চলেছেন, খবর আল আরাবিয়ার।
বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মান কর্তপক্ষ এক বিবৃতিতে বাস্তুচ্যুত সিরিয়ান শরণার্থীদের সহায়তার ব্যাপারে জাতিসংঘকে সমর্থন করার কথা বললেও সীমান্ত উন্মুক্ত করে দেয়া ছাড়া তাদের সহায়তায় ভূমিকা পালন করা অসম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
গত কয়েকদিনে বাশার আল আসাদ সরকারের বিমান ও গেরিলা হামলার মূল টার্গেটে রয়েছে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর দারা। সরকারি বাহিনী দারার বুশরা আল হারির ও নাহাতা শহর দখল করে দারার উপকূলে ঢুকে পড়েছে।
সূত্র : আল আরাবিয়া
রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রীকে যেসব আশ্বাস দিলেন কিম-গুতেরেস