আওয়ার ইসলাম: ‘বাংলাদেশে অবাধ, নিররেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।’
শুক্রবার ঢাকা সফরে এসে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেছেন।
এসময় মার্ক ফিল্ড বলেন, ‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে যুক্তরাজ্য প্রত্যাশা করে।’ আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি নিয়ে তিনি লন্ডনে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান।
তিনি বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন জটিলতায় পড়তে পারে।তিনি আরো বলেন, ‘উন্নয়ন ও স্থিতিশীলতার প্রয়োজনে অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।’
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করবে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাজ্য।’
বিশ্বব্যাংক ৪৮ কোটি ডলার সহায়তা দিচ্ছে রোহিঙ্গা শরণার্থীদের