আওয়ার ইসলাম: দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামীকে হত্যা করে বাড়ির টয়লেটে লাশ গুম করে রেখেছিলেন স্ত্রী। এক মাস পর সেই টয়লেট থেকে বের হয় দুর্গন্ধ। এর সূত্র ধরেই উদ্ধার করা হয় ট্রাক চালক জামাল মল্লিকের (৪৫) মরদেহ।
ঘটনাটি মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেওতা ইউনিয়নের।
হত্যার ঘটনায় বুধবার রাতে শিবালয় থানায় নিহতের স্ত্রীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তার আগে বুধবার বিকেলে পুলিশ টয়লেট থেকে জামাল মল্লিকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্ত্রী আয়েশা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগমকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা স্বীকার করেছেন, তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জামালের অণ্ডকোষ চেপে ধরেন। এতে মৃত্যু হয় জামালের।
স্থলমাইন বিস্ফোরণে ভারতে ৬ পুলিশ নিহত
-আরআর