মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

‘এভাবে প্রহসনের নির্বাচন হতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ভোটে আগ্রহ হারাবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, যেনতেন নির্বাচন দিয়ে দেশের সম্পদ নষ্ট করার অধিকার কারো নেই। যদি মেয়র নিতেই হয় তাহলে সিলেকটশন করে ঘোষণা দিয়ে দিলেই তো হতো। নির্বাচন দিয়ে শত শত কোটি টাকা খরচ করার কোন মানে হয় না।

তিনি বরেন, নির্বাচন দিতে হলে এমনভাবে দিতে হবে যেন সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

পীর সাহেব বলেন, এভাবে নির্বাচন দিয়ে জনগণের আগ্রহ ও ইচ্ছাকে ধুলিসাৎ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে নির্বাচন নিয়ে আর ভোটারদের কোন আগ্রহ থাকবে না। এ ধরনের প্রহসনমূলক নির্বাচনের ফলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভোটের প্রতি অনীহা প্রকাশ করবে, ফলে দেশ ক্রমেই ভয়াবহ সহিংসতার দিকে ধাবিত হবে।

গতকাল দিনাজপুরের সীমান্ত এলাকা পাটগ্রাম টিএন্ড টি স্কল মাঠে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে স্থানীয় ওলামা, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণ বক্তব্য রাখেন।

পীর সাহেব চরামানাই আরো বলেন, দেশের সাধারণ মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বি পর্যায়ে। খুন, হত্যা, ধর্ষণ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অপরদিকে মাদকে সারাদেশ সয়লাব। ফলে যুব সমাজ ধ্বংস প্রায়।

এমতাবস্থায় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে ইসলাম ছাড়া বিকল্প নেই। তিনি সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে এসে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ের জন্য আহ্বান জানান। ইসলামই মানবতার মুক্তির একমাত্র ঠিকানা।

কাবার গিলাফে আগুন লাগানোর ভিডিও ভাইরাল; নিন্দার ঝড়

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ