আবদুল্লাহ তামিম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এক লাখ ৮৫ হাজার ৫৩৯ ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। এসব কেন্দ্রে মোট তিন লাখ ৫৬ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন তিনি।
বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৭০ হাজার ৮৫৫ ভোট। বুধবার সকাল ৮টা পর্যন্ত ৩৪৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বিভিন্ন কারণে ৯টি কেন্দ্র স্থগিত রয়েছে। এখনও ৭১টি কেন্দ্রের ফলাফল পাওয়া বাকি রয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪২৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ৮ ঘণ্টা ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন কেন্দ্রে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটলেও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবেই।
গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ছিলেন।
‘গাজীপুর নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই’